সর্বশেষ
Homeসভাপতির বাণী

সভাপতির বাণী

ওয়েবসাইট প্রতিষ্ঠাকালীন সভাপতির বাণী

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতিবিজড়িত প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ডাইনামিক ওয়েবসাইট চালু করণ সময়ের দাবী। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা অফিস সমূহের মধ্যে যোগাযোগ আবশ্যক। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যাদী জানানো এবং শিক্ষার মান উন্নয়নে শুধী জনের মতামত জানাও আবশ্যক। উক্ত ওয়েবসাইটে সে দাবী অনেকাংশ পূরণ করবে বলে আমার বিশ্বাস। আমি সভাপতি হিসেবে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করি।

আলহাজ্ব মোঃ শামিমুল ইসলাম ছানা
সভাপতি,
ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
ভেড়ামারা – ৭০৪০ , কুষ্টিয়া
তারিখ – ২২-০৩-২০২০ খ্রি.।

© 2024 - Larupara model high school Design & Develop by JBD IT  _